বিডি মেট্রোনিউজ ডেস্ক॥ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন আগেই। কিন্তু এর আগে খুব একটা বিতর্কিত কথা বলতে শোনা যায়নি তাঁকে। তিনি সোনাক্ষী সিন্হা। তবে এ বার সহজ কথা সহজ ভাবে বলে শিরোনামে এলেন নায়িকা। কথা বললেন স্তন নিয়ে।
নারীদেহের এই অঙ্গটি যে তাঁর খুব প্রিয় জানালেন সে কথাও। এমনকী স্তনকে একটি বিশেষ আদরের নামেও ডাকেন বলে জানালেন নায়িকা।
সোনাক্ষী যথেষ্ট সমাজ সচেতন। ব্রেস্ট ক্যানসার নিয়ে একটি বিদেশি পত্রিকার সচেতনতা বৃদ্ধির ক্যাম্পেনে অনেকেই নিজের স্তনের কথা বলেছেন। সেখানেই নিজের অনুভূতি শেয়ার করেছেন শত্রুঘ্ন-কন্যা। সকলেই জানিয়েছেন, কী ডাকনামে তাঁরা তাঁদের স্তনকে ডাকেন। সোনাক্ষীও বাদ যাননি।
দেখুন ভিডিও:
https://www.youtube.com/watch?v=in5_YkG8zEk