১২ জুন ছিলো বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূওর-ডরপ শিশুশ্রম প্রতিরোধ, নিরসন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশুশ্রমিক, অভিভাবক, শিক্ষক ও এলাকার জনগণের সাথে দিবসটি পালন করে।
ডরপ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোতোয়ালী থানার ৩০ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ী, ৩৩ নং ওয়ার্ড ফিরিঙ্গি বাজার, ২০ নং ওয়ার্ড দেওয়ান বাজার এবং ৩৪ নং ওয়ার্ড পাথরঘাটায় ভিন্ন ভিন্ন চারটি র্যালি করা হয়।
চারটি র্যালিতে ৫০০ পাঁচ শতাধিক শিশুশ্রমিক, অভিভাবক, শিক্ষক ও এলাকার জনগণ অংশগ্রহণ করেন এবং শিশুশ্রম প্রতিরোধের জন্য শ্লোগান ও বক্তৃতা প্রদান করেন।
উল্লেখ্য যে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বংলাদেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন (৪র্থ পর্যায়) প্রকল্প চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোতোয়ালী থানার ৬টি ওয়ার্ডে বেসরকারী সংস্থা ডরপ বাস্তবায়ন করছে।
মন্ত্রণালয়ের পক্ষে মনিটরিং সুপারভাইজার মনিরুল আলম এবং ডরপ’র পক্ষে প্রজেক্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শৌল বৈরাগী উপস্থিত ছিলেন।