লিচুর চলে ভরা মৌসুম
দামতো আকাশ ছোঁয়া
বাজারে তা আনার আগেই
ফরমালিনে ধোয়া।
মুকুল থাকতেই সেচ মেরেছে
বিষ দিয়েছে গাছে,
ফলন যখন ভাল তখন
ব্যবসায়ীরা নাচে।
কৃষক শুধুই চেয়ে দেখে
ঝুলছে লিচু সাজে,
পাকার আগেই পাড়তে হাজির
দাদনিরা গাছে।
দাদুর মুখে শুনেই হাসি
আর ছাড়েনা পিছু,
দুপুর বেলা কিনতে হল
কুড়ি দরে লিচু।