একনজরে পদ্মা সেতু

প্রকল্পের নাম: পদ্মা সেতু প্রকল্প। ২০০১ সালের ৪ জুলাই মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।  সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার।

ভায়াডাক্ট: দৈর্ঘ্য ৩.৮১ কিলোমিটার।

সংযোগ সড়ক: দুই প্রান্তে সংযোগ সড়ক মোট ১৪ কিলোমিটার।

নদীশাসন: দুই পাড়ে ১২ কিলোমিটার পর্যন্ত নদী শাসন করা হয়েছে।

প্রকল্পে কর্মরত শ্রমিকের সংখ্যা: একসঙ্গে সর্বোচ্চ পাঁচ হাজার মানুষ কাজ করেছেন।

সেতুর পাইলিংয়ের সংখ্যা : ২৯৪টি পাইলিং রয়েছে।

পাইলিংয়ের সর্বোচ্চ গভীরতা : ৪১১.৫০ ফুট (১২৫.৪৬ মিটার)।

অন্যান্য সংযোগ: পদ্মা সেতুতে সড়ক ও রেল পথের পাশাপাশি থাকবে গ্যাস ও অপটিক্যাল ফাইবার লাইন।

সেতুর ধরন: পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট। সেতুর ওপরের তলা দিয়ে যানবাহন চলাচলের পথ। নিচের তলায় রয়েছে রেলপথ।

সেতুর পিলারের সংখ্যা: ৪২টি।

Print Friendly

Related Posts