জরুরি সেবায় কল করে উদ্ধার হলো ৬০ যাত্রী

মোকাম্মেল হক মিলন, ভোলা: জরুরি সেবায় কল করে মেঘনা নদীর মাঝ থেকে উদ্ধার হলো ৬০ যাত্রী।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে ৬০ যাত্রী নিয়ে ভোলায় আসছিল একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার। এ সময় ট্রলারটি মেঘনা নদীর মাঝে আসলে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়লে ডুবে যাওয়ার উপক্রম হয়। পরে ট্রলার থেকে এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারের জন্য সহায়তা চায়। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা তাদের উদ্ধার করে।
শনিবার (৯জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া ট্রলারটি যাত্রীসহ ভোলায় নিয়ে আসলে যাত্রীদের ছেড়ে তাদের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে ডেঞ্জার জোনে সরকারি আইন অমান্য করে যাত্রীবাহী ট্রলার চালানোর দায়ে ট্রলারের মাঝি মো. মনির হোসেন (৩৪) ও তার সহযোগী মো. রাসেদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভোলা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম দীপক ত্রিপুরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
Print Friendly

Related Posts