দুবাই পালাচ্ছিলেন লঙ্কার প্রেসিডেন্ট, ধরা পড়লেন বিমানবন্দরে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ছোটভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে গোপনে দেশ ছেড়ে দুবাই পালিয়ে যেতে চেয়েছিলেন। তবে শ্রীলঙ্কার সরকারবিরোধী বিক্ষোভকারীদের বাধার কারণে তার সেই প্রচেষ্টা ভেস্তে গেছে।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকালে দুবাই যাওয়ার উদ্দেশে গোপনে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে হাজির হন বাসিল কিন্তু বিমানবন্দরে থাকা লোকজন তাকে চিনে ফেলেন।

অল্প সময়ের মধ্যেই একদল বিক্ষোভকারী বিমানবন্দর ঘেরাও করে অবস্থান নেন। এই পরিস্থিতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বাসিল রাজাপক্ষেকে বিদেশভ্রমণজনিত ক্লিয়ারেন্স দিতে অপারগতা জানালে অবশেষে বিমানবন্দর ছেড়ে ফিরে যান শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী।

বর্তমানে তিনি কোথায় আছেন, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর  কলম্বোর গুরুত্বপূর্ণ রাজপথ ও তল্লাশিচৌকিতে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার কোনো রাজনৈতিক নেতা, বিশেষ করে রাজাপক্ষে পরিবারের অন্য কোনো সদস্যের পালিয়ে যাওয়া ঠেকাতেই এই অবস্থান।সূত্র: এনডিটিভি

Print Friendly

Related Posts