বিডি মেট্রোনিউজ ॥ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবিতে ডাকা খুলনা বিভাগের ১০ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম মিন্টু জানান, তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি দাওয়া পাঠিয়েছেন। আশা করছেন প্রধানমন্ত্রী সুষ্ঠু সমাধান করবেন। এজন্য ৪৮ ঘণ্টার ধর্মঘট ৩৬ ঘণ্টা শেষে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল রবিবার ভোর ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটে বাস, ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড ভ্যানসহ সকল প্রকার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ধর্মঘটের বিষয়ে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে বিচার কাজ শেষ করা; নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রিন লাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।