শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকস পালিয়ে যাওয়ার পর থেকে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (২০ জুলাই) পার্লামেন্টের স্পিকার রনিলকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।
এর আগে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যেই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন দেশটির সংসদ সদস্যরা।
অন্তর্বর্তীকালীন নেতৃত্বে থাকা রনিল বিক্রমাসিংহেকেই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছিল ক্ষমতাসীন দল। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়েন বামপন্থী ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির আরও দুইজন। মোট ২শ’ ২৫ জন সংসদ সদস্য প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন।
নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মেয়াদের বাকী দু’বছর অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন।
টানা কয়েক মাস ধরে চলা বিক্ষোভের মুখে সম্প্রতি দেশছেড়ে পালিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রথমে মালদ্বীপ, এরপর সিঙ্গাপুরে আশ্রয় নেন তিনি। এরপর সেখান থেকেই পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া।