রফিক সরকার: গাজীপুরে বাড়ীয়া ইউনিয়নের খাতিয়া এলাকা বিল বেলাইয়ের মাঝখানে খাতিয়া ব্রিজের ওপর অন্যরকম এক মনমুগ্ধকর আয়োজন। সেই আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছে শিল্পী কুয়াশা বিন্দুর ১১তম একক চিত্র প্রদর্শনী। গেল শুক্রবার (০৫ আগস্ট) বিকেলের নির্মল হওয়ায় প্রকৃতিপ্রেমীদের ভিড় ছিলো সেখানে। ব্রিজের রেলিং এ থরে থরে সাজানো নানা চিত্র প্রদর্শনী। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন সেই চিত্র কর্ম।
গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান হালকা আওয়াছে চলছে কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা আবৃত্তি। সাথে মৃদুস্বরে বাজছে বাঁশের বাঁশি। কেউও বা আবার গলা ছেড়ে গাইছে নানা লোকসংগীত।
আয়োজকরা বলছেন, প্রকৃতি রক্ষা আর দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই প্রতিবছর ভিন্ন ভিন্ন স্থানে তারা এমন আয়োজন করেন। প্রদর্শনীতে কবিতা আবৃত্তি করেন কথা সাহিত্যিক ও কবি রিপন বাশার, কবি সুবর্ণ কুমার মজুমদার, কবি মাধব চন্দ্র মন্ডল, কবি মামুন শেখ। গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সজল, জুয়েল হাসান ও দিপু।