কী এমন হল ঐশ্বর্য-অভিষেকের!

তিনি নাকি ‘বেস্ট হাবি এভার’! অন্তত এমনটাই দাবি করেন তাঁর স্ত্রী। তিনি অভিষেক বচ্চন। ঐশ্বর্যার মতে অভিষেকই সেরা হাজব্যান্ড। এতদিনের দাম্পত্যে তাঁদের নাকি কখনওই ঝগড়া হয়নি।

কিন্তু না! সাম্প্রতিক একটি ভিডিও তো অন্য কথা বলছে। ঐশ্বর্যা বারবার ডাকলেও তাঁর পাশে দাঁড়াতেই চাইছিলেন না ছোটে বচ্চন! সম্প্রতি ‘সরবজিত্’-এর ট্রেলরে যেন এক অন্য দাম্পত্যের ছবি দেখলেন দর্শক। বিষয়টা ঠিক কী?

সম্প্রতি ‘সরবজিত্’-এর ট্রেলরের রেড কার্পেটে হাজির ছিল গোটা বচ্চন পরিবার। সেখানে ঐশ্বর্যার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে একটু যেন অস্বস্তি হচ্ছিল অভিষেকের। নায়িকার ডাকও কেমন যেন অড়িয়ে গেলেন তিনি! এ সব দেখেই বি-টাউনে জোর গসিপ শুরু হয়েছে— অভিষেক-ঐশ্বর্যার কি ঝগড়া হয়েছে? কোনও বিষয়ে কি মতের অমিল হল তাঁদের? প্রকাশ্যে তো কখনও ঐশ্বর্যার সঙ্গে কখনও এমন ব্যবহার করেননি তিনি!

কী এমন হল, যাতে এত ক্যামেরার সামনে প্রকাশ্যে ঐশ্বর্যাকে এড়িয়ে গেলেন অভিষেক?

https://www.youtube.com/watch?v=jMBujfwzhWs

Print Friendly, PDF & Email

Related Posts