ওটিটি মাধ্যমে প্রকাশ পাওয়ার দুই দিন আগেই ইন্টারনেটে ফাঁস হয়েছে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর শেষ পর্ব। এতে নির্মাতারা বিপাকে পড়েছেন।
এইচবিও চ্যানেলের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেআইনি ভাবে শেষ পর্বটি টরেন্ট সাইটে ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। শিগগির ছড়িয়ে পড়া কপিগুলো মুছে ফেলা হবে।
তিনি আরও বলেছেন, সন্দেহ করা হচ্ছে ইউরোপ, পশ্চিম এশিয়া অথবা আফ্রিকার কোনও জায়গা থেকে এই ভিডিওটি ফাঁস হয়েছে।
এত ব্যবস্থা নেয়ার পরেও পর্বটি ফাঁস হয়ে যাওয়ায় হতাশ এইচবিও। এতে ব্যবসা বড় ক্ষতির মুখে পড়তে পারে।
রবিবার এইচবিওতে প্রকাশ পাবে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর শেষ পর্বটি। এই পর্বটির নাম রাখা হয়েছে, ‘দ্য ব্ল্যাক কুইন।’
এ সিরিজের প্রেক্ষাপট ‘গেম অব থ্রোনস’-এর ৩০০ বছর আগের কাহিনি। টারগারিয়ান পরিবারকে ঘিরে সিরিজের গল্প। ‘গেম অব থ্রোনস’–এর লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হয়েছে এটি।
সূত্র: ডেডলাইন