অভিনন্দন রবীন্দ্র গোপকে

বিডিমেট্রোনিউজ ডেস্ক সোনারগাঁ লোককারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক পদে রবীন্দ্র গোপের চাকরির মেয়াদ আরো দু’বছর বাড়ানো হয়েছে। এজন্য রবীন্দ্র গোপকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

 

আমরা সোনারগাঁ লোককারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় বলা হয়, ‘কবি রবীন্দ্র গোপকে অভিনন্দন জানাই। পরিচালক পদে তিনি আমাদের মাঝে আরো দু’বছর থাকবেন এটি আমাদের সবচে আনন্দের বিষয়। তার আরো দু’বছর চাকরির মেয়াদ বাড়ায় ফাউন্ডেশনের সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারিগণ আনন্দিত।’
অভিনন্দন বার্তায় আরও বলা হয়, ‘কবি রবীন্দ্র গোপ এক জীবনে কবিতার জন্য বিএনপি সরকারের সময় চাকরি হারিয়েছেন দুই বার। পরে তিনি চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন, ছিলেন বিসিএস তথ্য ক্যাডারের সভাপতি। রবীন্দ্র গোপ একাধারে কবি, চিত্রশিল্পী ও গীতিকার। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা আশিটির অধিক। দেশ বিদেশের বহু পুরস্কারে ভূষিত।কবিকে অভিনন্দন।’

Print Friendly, PDF & Email

Related Posts