বিয়ে নিয়ে এবার নিজেই বললেন সালমান ‍

বিডিমেট্রোনিউজ ডেস্ক সালমান খানের বিয়ে নিয়ে সংবাদমাধ্যম ও সোস্যাল মিডিয়াতে এবার জোর গুঞ্জন শুরু হয়েছে। চলতি বছরের ২৭ ডিসেম্বর  বিয়ে করতে চলেছেন এমন খবরও শোনা যায় বলিউড মহলে। কিন্তু এবার স্বয়ং সালমান নিজেই বিয়ের দিন ঘোষণা করবেন বলে জানিয়েছেন। তবে এখন নয়,যখন করবেন।

শুক্রবার ‘আইআইফ’র এক্তি প্রেস মিটিংয়ে হাজির ছিলেন এই সুপারস্টার। আসছে আইআইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্পেনের মাদ্রিদে। আর এই নিয়ে সংবাদ মাধ্যমে তাঁর উপস্থিতি তাঁর বিয়ে নিয়ে ওঠা গুনঞ্জনকে আরও উস্কে দেয়। সংবাদকর্মীরা তাকে সরাসরি প্রশ্ন করে তাঁর বিয়ের কেনাকাটার পরিকল্পনা সম্পর্কে জানতে চান। সাংবাদিকের এমন প্রশ্নে সালমান সাফ জানায় “না রে বাবা! এখনো শুরু করিনি”।

সাল্লু ভাই জানালেন, যখন বিয়ে করবেন  নিজেই টুইট ও ফেসবুকে সহ সোসাল মিডিয়ায় ঘোষনা করে  তবেই বিয়ে করবেন। তিনি বলেন, এটা একান্তই  তাঁর ব্যক্তিগত ব্যপার। যখন করব জানিয়েই করব।

এর আগেও বহুবার সলমানের বিয়ে প্রসঙ্গে বহু জল্পনা দানা বেধেছে।তবে শেষ পর্যন্ত সেগুলি সব গুজব খবরে পরিনত হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts