চয়ন সাহিত্য ক্লাব স্বর্ণপদক পেলেন কবি ও কথা সাহিত্যিক গুলশান-ই-ইয়াসমীন

চয়ন সাহিত্য ক্লাব স্বর্ণপদক-২০২২ পেলেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক, বাংলা একাডেমির আজীবন সদস্য গুলশান-ই-ইয়াসমীন।

জাতীয় জাদুঘরের কাজী সুফিয়া কামাল মিলনায়তনে চয়ন সাহিত্য ক্লাবের ২০তম বার্ষিকী এবং সাহিত্য পত্রিকা ‘চয়ন ও দশদিগন্ত’-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার এই পুরস্কার দেওয়া হয়।

এ সময় আরো স্বর্ণপদক পান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন বিবি রাসেল, প্রখ্যাত বাচিকশিল্পী গোলাম সারোয়ার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় জাদুঘর প্রত্ন পর্ষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক, প্রাবন্ধিক হাসনাত আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো, ফসিউল্লাহ্।

উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান, সুসাহিত্যিক সেলিনা হোসেন।

অনুষ্ঠানে লিলি হক রচিত ‘কবিতার প্রজাপতির নীড়ে’ বইটি ‘চয়ন প্রকাশন’ থেকে প্রকাশিত হওয়ার কথা জানানো হয়। একই সময়ে কবিতা পাঠের পাশাপাশি অন্যান্য আকর্ষণীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

Related Posts