হিলিতে উৎপাতের পর ভারতীয় বানর আটক

ভারত সীমান্ত দিয়ে দিনাজপুরের হিলি বন্দরে আসা একটি বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছিলো হিলি পৌর এলাকার বাসিন্দারা। অবশেষে বানরটিকে আটক করে বন বিভাগকে খবর দিয়েছেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে হিলি পৌরসভার মুহাড়াপাড়া গ্রাম থেকে বানরটিকে আটক করেন পৌরকর্মী। এর আগে সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন স্থানে বানরটিকে বিচরণ করতে দেখা যায়।

মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, বানরটি পার্শ্ববর্তী ভারত সীমান্ত পেরিয়ে প্রবেশ করে পৌর শহরের বিভিন্ন মহল্লায় মানুষের উপর আক্রমন শুরু করে। বুধবার বিকেলে খবর পেয়ে পৌরকর্মীসহ মুহাড়াপাড়া গ্রামবাসী বানরটিকে আটক করে। বানরটিকে আটককালে পৌরকর্মী তৌহিদুল ইসলামের হাতে কামড়ে দেয়। বর্তমানে বানরটি পৌরসভায় রাখা হয়েছে।

চলন্ত বলেন, বিরামপুর বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। বানরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Print Friendly

Related Posts