ফের মুক্তি পাচ্ছে টম ক্রুজের দাপুটে চলচ্চিত্র ‘টপ গান: ম্যাভেরিক’

দুই সপ্তাহের জন্য ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টম ক্রুজের দাপুটে চলচ্চিত্র ‘টপ গান: ম্যাভেরিক’। ফিল্মটি ২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রেক্ষাগৃহে চলবে। প্রেক্ষাগৃহ এবং আইম্যাক্সের বিশেষ স্ক্রিন সহ ১৮৫০ টি স্ক্রিনে নতুন করে মুক্তি পাচ্ছে এটি।

এ বছরের মে মাসে মেমোরিয়াল ডে’র ছুটিতে মুক্তি পায় টুম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’।

মুক্তির পরপরই ম্যাভেরিক গ্রীষ্মের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র হয়ে উঠে। সিনেমাটি বিশ্বব্যাপী ১.৪৮ বিলিয়ন ডলার আয় করেছে। ঘরোয়া মার্কেটে ৭১৬ মিলিয়ন ডলার আয় করেছে এটি। প্যারামাউন্টের সর্বকালের শীর্ষ আয় করা চলচ্চিত্র হিসেবে অনন্য নজির গড়েছে ‘টপ গান: ম্যাভেরিক’।

প্যারামাউন্ট পিকচার্সের ডোমেস্টিক ডিস্ট্রিবিউশনের প্রেসিডেন্ট ক্রিস অ্যারনসন বলেছেন, “টপ গান: ম্যাভারিক’ সিনেমাহলে দর্শকদের অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। আমরা ভক্তদের আবারও এই সিনেমাটিক দর্শন উপভোগ করার সুযোগ দিতে চাই। ‘টপ গান: ম্যাভেরিক’কে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উপযুক্ত সময় বলে মনে হচ্ছে। বিশ্বজুড়ে দর্শকরা আবারও অনুভব করবে যে সিনেমাটি কতটা বিশেষ। ”

‘টপ গান: ম্যাভেরিক’ পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। প্রযোজনা করেছেন জেরি ব্রুকহেইমার। এটি টম ক্রুজের ১৯৮৬ সালের হিট চলচ্চিত্র ‘টপ গান‘ এর সিক্যুয়েল, যা টনি স্কট পরিচালনা করেছিলেন। টম ক্রুজের সাথে আরো অভিনয় করেছিলেন মাইলস টেলার, জেনিফার কনেলি, গ্লেন পাওয়েল, জন হ্যাম, ভ্যাল কিলমার, জে এলিস সহ প্রমুখ। ২০২২ সালে এসে সিনেমাটির সিক্যুয়েল মুক্তি পায়।  ম্যাভেরিকেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ।

সূত্র : দ্য হলিউড রিপোর্টার

Print Friendly, PDF & Email

Related Posts