ঝড়ে পানিতে ভেসে হরিণ লোকালয়ে

বিডিমেট্রোনিউজ, ভোলা ॥ ঘূর্ণিঝড় রোয়ানুর সময় জোয়ারের পানিতে ভেসে ভোলায় লোকালয়ে চলে এসেছে কয়েকটি হরিণ। চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চর কুকরি-মুকরির ৩ নং ওয়ার্ডের নবীনগর এলাকার মনুরা বাজারে তিনটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা রোববার বন বিভাগে খবর দেয়।

Print Friendly, PDF & Email

Related Posts