গতকালই ৮ উইকেট হারিয়ে শঙ্কায় ছিল টিম বাংলাদেশ। তৃতীয় দিনে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ অলআউট হয়েছে ১৬ রান যোগ করে। ব্যাটাররা খেলেন ৭১ বল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে সব উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।
ফলো-অনে পড়লেও ফের ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এর আগে, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৩৩ রান। প্রথম ইনিংসে ভারতের চেয়ে আরো ২৭১ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। ফলোঅন এড়াতে বাংলাদেশের আরো দরকার ছিল ৭২ রান, হাতে মাত্র দুটি উইকেট। মাত্র ১৬ রান করেই সে দুটি উইকেট খোয়ালো বাংলাদেশ।