খান মাইনউদ্দিন, বরিশাল ॥ বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক পত্রিকার ফটোগ্রাফারের ক্যামেরার ব্যাগ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বরিশাল মহানগর গোয়েন্দো (ডিবি) পুলিশ। এসময আটক করা হযছে রাকিবুল হাসান বাবু নামের ঐ কথিত ফটো সাংবাদিককে।
শনিবার (২১ মে ) রাতে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা এলাকার গাউয়ারসার টিনের মসজিদের সামনে থেকে তাকে আটক করে ডিবি পুলিশের এসআই আব্দুল হালিম। আটককৃত রাকিবুল হাসান বাবু ঐ এলাকার জয়নাল আবেদীন এর ছেলে। সে বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক পত্রিকার আলোকচিত্রী হিসেবে কাজ করে আসছিলো।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আবু সাঈদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন রাকিব নামের যুবক দীর্ঘ দিন যাবত সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা ব্যাবসা করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ইয়াবা বেচা কেনার সময় রাকিবকে আটক করা হলেও তার সাথে থাকা অপর এক ইয়াবা ক্রেতা পালিয়ে যায়।
তিনি বলেন, আটকের পর তার সাথে থাকা ক্যামেরার ব্যাগ তল্লাশি করে ৩৫পিস ইয়াবা উদ্ধার করা হয়ে ছে। গোয়েন্দা পুলিশ সূত্র আরো জানায়, রাকিবকে ইতিপূর্বে আরো একবার ইয়াবা সহ আটক করা হয়েছিলো। তখন তার আত্মিয় একটি আঞ্চলিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের অনুরোধে মুচলেকা রেখে ছেডে দেয়া হয়েছিলো। তবে শনিবার আটকের ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে ডিবি পুলিশের ঐ কর্মকর্তা জানিয়েছেন।