২১ ডিসেম্বর দেশে ফিরেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়া । দুই যুগ ধরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। এবার ১৮ বছর পর দেশে ফিরেছেন ‘স্বপ্নের ঠিকানা’খ্যাত অভিনেত্রী। দেশে ফিরেই তিনি শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসে দেখা করেন।
২৫ ডিসেম্বর চলচ্চিত্র ফিল্ম ক্লাবের নির্বাচনেও অংশ নেন তিনি। সারা দিন সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন।
সোনিয়া বলেন, ‘এবারই দীর্ঘ সময় পর দেশে ফেরা হলো। করোনা না হলে ২০২০ সালেই দেশে ফিরতাম। বিমানের টিকিটও করা ছিল। করোনার কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়। আরো কিছুদিন দেশে থাকার ইচ্ছা রয়েছে। আশা করছি, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে লন্ডনে ফিরব। ’
আপাতত অভিনয়ে ফেরার ইচ্ছা নেই বলেও জানান সোনিয়া। তিনি বলেন, ‘এই মুহূর্তে সংসার ও সন্তান নিয়ে বেশ আছি। অভিনয় করার জন্য যে পরিমাণ সময় দরকার, সেটা দিতে পারব না। লন্ডনে আমি একটি রেডিওর সঙ্গে যুক্ত আছি। পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। সেগুলো করতে করতেই সময় চলে যায়। তবে প্রাণের চলচ্চিত্রকে অনেক মিস করি। ’