মানিকগঞ্জে শিক্ষার্থীদের সম্মাননা ও দুস্থদের আর্থিক সহায়তা দিলো ‘মানুষের জন্য ফাউন্ডেশন ‘

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সম্মাননা ও দুস্থ অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে সদর উপজেলার লেমুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা পেয়ে নজর আলী বলেন, বয়সের কারনে কোন কাজ করতে পারিনা। গত কয়েকদিন ধরে বেশ শীত পড়েছে। আর্থিক সহায়তা পাওয়ায় গরম কাপড় কিনতে পারবো। বাকি টাকা দিয়ে সংসারের বাজার করতে পারবো।

সম্মাননা পেয়ে জেসমিন আক্তার জুই বলেন, যেকোন সম্মাননা পাওয়া বড় সম্মানের। এ সম্মাননা লেখাপড়া মান বৃদ্ধিতে সহায়ক হবে।

এ সময় ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো.আব্দুস ছোবহান, পুটাইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি মো:হোসেন আলী,পুটাইল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম আলী মাস্টার, বীরমুক্তিযোদ্ধা মো: নাসির উদ্দীন আহাম্মেদ,খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের প্রভাষক মো: এমদাদুল হক, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার পারভেজ, বিনোদা সুন্দরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দীন, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মো: তোফাজ্জল হোসেন টুটুল,সদস্য মো: শফিকুর রহমান দুলাল,
মো: হেলাল উদ্দীন, আরজান আলী ফাউন্ডেশনের সত্যাধীকারী আবু তাহের মিঠু বক্তব্য রাখেন।

জেডএইচসি/মানিকগঞ্জ

Print Friendly

Related Posts