নবীনগরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জ.ই বুলবুল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি দিয়ে মাদক পাচারকালে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দুই মাদক কারবারি কসবা উপজেলার নয়নপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মো. শরিফ উদ্দিন ও একই উপজেলার শাহপুর গ্রামের সওদাগড় মিয়ার ছেলে ঈসমাইল মিয়া।
জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে আটককৃত দুই যুবক সিএনজি দিয়ে মাদকসহ অভিনব কায়দায় বাঙ্গরা বাজার দিয়ে নবীনগরের দিকে যাচ্ছিলো। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে, বাঙ্গরা বাজারের লাইনম্যান মো. মিজান তাদের থামিয়ে সিএনজিতে তল্লাসী করে বিপুল পরিমাণ গাঁজাসহ সিএনজিটি আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবির কাছে নিয়ে আসেন। পরে ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি নবীনগর থানায় খবর দিলে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ও ওসি তদন্ত মো. সোহেলের নেতৃত্বে পুলিশ এসে সিএনজিসহ ঐ দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
জব্দকৃত সিএনজির মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা এবং উদ্ধারকৃত গাঁজার মূল্য ২ লক্ষ টাকা হবে বলে জানা যায়।
এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি, আমরা মাদককে কখনো প্রশয় দিবোনা।
Print Friendly

Related Posts