মডেল সাবিরার প্রেমিক নির্ঝর আটক

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মডেল সাবিরা হোসাইনের ‘আত্মহত্যা’র ঘটনায় তার কথিত প্রেমিক নির্ঝর সিনহা রওনককে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ ওই মডেলের লাশ উদ্ধারের পর এ ঘটনায় প্ররোচনার অভিযোগে তার প্রেমিক নির্ঝরকে আটক করে।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির বলেন, রূপনগর আবাসিক এলাকার ১২ নম্বর সড়কের পাঁচ নম্বর বাসার একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন সাবিরা। তিনি গানবাংলা ও মোহনা টেলিভিশনে বিপণন নির্বাহী হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি মডেলিং করতেন। কিছু পণ্যের স্থিরচিত্র ও বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল ছিলেন তিনি।

শাহীন ফকির বলেন, নির্ঝর সিনহা রওনক নামে এক আলোকচিত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। ফেসবুকে তাদের অন্তরঙ্গ ছবিও দেখা গেছে। সোমবার রাতে দু’জনের মধ্যে কোনো বিষয়ে মনোমালিন্য হওয়ার পর সাবিরা আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

সাবিরার মামা হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, ফেসবুকে নির্ঝর নামে এক বন্ধুর সঙ্গে ঝগড়ার পর তিনি আত্মত্যা করেন বলে শুনেছেন। লাশ দাফনের পর এ ঘটনায় মামলা দায়েরের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানান।

রূপনগর থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় জানায়, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এতে নির্ঝর সিনহা রওনককে আসামি করা হবে। আর কারো এ ঘটনায় কোনো দায় ছিল কি-না তাও খতিয়ে দেখছে পুলিশ।

মৃত্যুর আগে লিখে যাওয়া ফেসবুক স্ট্যাটাসে সাবিরা তার প্রেমিকের উদ্দেশে বলেন, ‘আমি তোমাকে দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলছি। সে আমাকে যা ইচ্ছে তাই বলেছে। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার প্রশ্ন হলো, তুমি কি কিছুই অনুভব করোনি? আমাকে ব্যবহার করবে…আর আমি সরে যাবো এটা হতে পারে না। বিয়ের কথা বললে তোমার পরিবার অসুস্থ হয়ে যায়, আর অন্য কথা বললে সব ঠিকঠাক।’

সাবিরার ফেসবুক টাইমলাইনে গিয়ে দেখা যায়, সোমবার রাতে দুইবার তিনি একই ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে শুয়ে থাকা অবস্থায় তিনি ক্যামেরার দিকে মুখ রেখে কথা বলছেন। হাতে থাকা একটি ছুরি দেখিয়ে তা দিয়ে আত্মহত্যার কথা জানাচ্ছেন। ভীতিকরভাবে তিনি কয়েকবার নিজের পেট, বুক ও গলায় ছুরিটি বসানোর চেষ্টা করেন। তবে সেই চেষ্টা সফল হয়নি। তখন তিনি বলেন, ‘আমি আপাতত ব্যর্থ। তবে আবারও চেষ্টা করব।’

এরপর সকালে রূপনগর এলাকার ১২ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির ছয়তলার বাসার সিলিং ফ্যান থেকে সাবিরার ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

Print Friendly, PDF & Email

Related Posts