হাসানুর কাবির মেহেদী, জলঢাকা ॥ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন জলঢাকায় ২নং ডাউয়াবাড়ী ইউনিয়নের জামায়াত সমর্থক ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী রোকনুজ্জামান খোকন।
রোববার সন্ধ্যায় নৌকার সমর্থকরা মোটর সাইকেল যোগে ৩নং ওয়ার্ডের উঠান বৈঠক করতে চাইলে বিদ্রোহী প্রার্থীর লোকজন তাদেরকে আটকের চেষ্টা করে। এ ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে নৌকার সমর্থক ৩০-৪০ জনের ছোট একটি মিছিল ২নং ওয়ার্ড থেকে বের হয়ে ৩নং ওয়ার্ডের দিকে যাওয়ার সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থক আলাকুল (২৫) তার দোকানে থাকা অন্যান্য সমর্থকদেরকে নিয়ে মিছিলের সামনে উস্কানি মুলক কথা বলে। এতে নৌকার সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে ফেলে।
ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টায় আলাকুল তাৎক্ষনিক তার দোকান ভাংচুর করে ও বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে বলে জানান তার আপন ভগ্নিপতি প্রত্যক্ষদর্শি আসাদুল ইসলাম (৩০)।
ঘটনার পরের দিন দুপুরে বিদ্রোহী প্রার্থী রোকনুজ্জামান খোকন তার দোকানের সামনে সমর্থকদের নিয়ে নৌকার মাঝি সাইফুল ইসলাম মুকুলকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি মানববন্ধন করে। নারায়ে তাকবির, আল্লাহু আকবর বলে মানববন্ধনে আসা লোকজন নৌকার মাঝির বিপে বিভিন্ন রকম স্লোগান দেয়। এতে বক্তব্য রাখেন স্ব-ঘোষিত ছাত্রলীগ নেতা মাইদুর রহমান চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলী, ইউনিয়ন আ.লীগের সহসভাপতি মন্টু মিয়া, ও জামায়াতের নাম না জানা কয়েকজন কর্মী।
এ বিষয়ে নৌকার মাঝি সাইফুল ইসলাম মুকুলের সাথে কথা বললে তিনি জানান বিভিন্ন ওয়ার্ডে আমার পোস্টার ছিড়ে ফেলেছে বিদ্রোহীরা কিন্তু আপনারা সেটা না দেখে শুধুমাত্র আমার কর্মীদের ছোট একটি ভুলকেই তিলকে তাল বানানোর চেষ্টা করছেন।