শুক্রবার থেকে শুরু হওয়া মেলা চলবে সোমবার পর্যন্ত
রাজধানী ঢাকার আগারগাঁওয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী স্যাফরন সুইটস এন্ড চকলেট মেলা। ২০৫, পশ্চিম কাফরুল, বেগম রোকেয়া সরণি, আগারগাঁও-এর জহির স্মার্ট টাওয়ারের নীচ তলায় আয়োজিত মেলাটির আয়োজক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর অঙ্গ প্রতিষ্ঠান দেশের শীর্ষস্থানীয় ফুড রিটেইল চেইন শপ, স্যাফরন সুইটস এন্ড বেকারিজ।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কেকে কেটে যৌথভাবে মেলার উদ্বোধন করেনস্যাফরন সুইটস এন্ড বেকারিজ-এর চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় প্রতিষ্ঠানটির পরিচালক মো. তানভীর হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা চলবে ৯ জানুয়ারি (সোমবার) পর্যন্ত।
স্যাফরন সুইটস এন্ড চকলেট মেলায় থাকছে ইরানের বিখ্যাত স্যাফরনের বরফি, খেজুর বরফি, দিল্লি চমচম, কাশ্মীরি চমচম, আনযির রোল, নদীয়া সন্দেশ, কেসর কালাকান্ত, আদি রসগোল্লা, মতিচুর লাড্ডু সহ হরেক রকম মিষ্টি, চকলেট, কেক ও বেকারি পণ্যের বাহারি সমাহার। মেলায় উপলক্ষ্যে স্যাফরন সুইটস এন্ড বেকারিজ-এর সকল পণ্য মিলছে ২০% কম দামে, রেজিস্ট্রেশন-এর ভিত্তিতে প্রথম ১০০ জনের জন্য নিয়মিত ১০০% খাঁটি অর্গানিক দুধ সংগ্রহের বিশেষ সুযোগ এবং ০৯ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত সনি-স্মার্ট টিভি, ফ্রিজ ক্রেতাদের জন্য ১০০০ গ্রাম মিষ্টি উপহার।
মেলার উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি – হ্যাপি কাউ, হ্যাপি মিল্ক! তাই স্মার্ট ডেইরি ফার্মের প্রতিটি গাভীর পরিচর্যা করা হয় নিবিড় পর্যবেক্ষণে ও যত্নে। স্যাফরন সুইটস এন্ড চকলেট মেলার সকল মিষ্টি ও দুগ্ধজাত পণ্য স্মার্ট ডেইরি ফার্মের ১০০% সবুজ ঘাস খেয়ে বেড়ে উঠা গাভীর ১০০% খাঁটি অর্গানিক দুধ থেকে তৈরী।”
ক্রেতাদের উদ্দেশ্যে নিশ্চয়তা দিয়ে তিনি আরও বলেন, “স্যাফরন সুইটস এন্ড বেকারিজ -এর আয়োজিত মেলা থেকে ক্রেতারা জি-ফাইভ পলিসির মাধ্যমে জেনুইন মূল্যে, জেনুইন পন্য, জেনুইন সেবা, জেনুইন পেশন এবং জেনুইন কেয়ার পাবেন বলেই আমার বিশ্বাস।”