অবশেষে গোপনে বিয়ে সারলেন মাহিয়া মাহি

বিডিমেট্রোনিউজ॥  অবশেষে বিয়ে করলেন ঢালিউডের জনপ্রিয় তারকা মাহিয়া মাহি৷ গণমাধ্যমের চোখ এড়িয়ে গোপনে বিয়ে সারলেন তিনি৷ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাতে নিজ বাসভবনেই চারহাত এক হয়৷ সিলেট কদমতলীর ব্যবসায়ী পাত্র মাহমুদ পারভেজ অপুর সঙ্গে নিকাহ সম্পন্ন হয় মাহির৷

পারভেজের সঙ্গে চার বছর প্রেমপর্বের পর গাঁটছড়া বাঁধলেন বাংলাদেশের এই জনপ্রিয় নায়িকা৷ দুই পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়৷ বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা৷ জানা গিয়েছে, গত ১২ মে গোপনে বাগদান পর্ব সেরেছিলেন মাহি ও পারভেজ৷

মাহি জানান, বুধবার রাতে রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় স্বামীকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করবেন তিনি৷ বিয়ে প্রসঙ্গে মাহি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে খুব ভালো মনের একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি৷ অপু গ্রামের সহজ সরল সাধারণ একজন মানুষ৷এমন একজন মানুষই আমার জীবনে আমার পাশে চেয়েছিলাম৷আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করেছেন৷’

বিয়ের পর  সিনে দুনিয়াকে বিদায় জানাবেন কিনা, প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চলচ্চিত্র আমার ভালোবাসা, ভালোলাগার জায়গা। যেহেতু বিয়ের পর সিলেটেই থাকব আমি, তাই বছরে দু’একটি সিনেমায় কাজ করব৷ এর বেশি নয়। কারণ আমি আমার বর্তমান জীবনটাকে এখন প্রাধান্য দিতে চাইছি।’ মাহিয়া মাহি আরও জানান, আগামী ২৪ জুলাই সিলেটে তার বৌ-ভাত সম্পন্ন হবে৷

ক্যারিয়ারের শুরুতে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে মাহির সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল৷ যদিও বরাবরই সে কথা অস্বীকার করে এসেছেন মাহি৷ গত সপ্তাহে ফেসবুকে মাহির সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন আবদুল আজিজ৷ এই স্বীকারোক্তির ১৫ দিনের মধ্যেই অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মাহি৷

Print Friendly, PDF & Email

Related Posts