ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ জনের ৪ জনই মারা গেছেন

মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ের বাসাবাড়ির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন ৫ জনের মধ্যে বুধবার পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে জোসনা ও দুপুরের দিকে সাদিয়ার মৃত্যু হয়। সর্বশেষ আজ (বুধবার) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসনা। চিকিৎসাধীন মনজুরুলেরও অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গত শনিবার ভোরের দিকে ধামরাইয়ের কুমড়াইল এলাকার কুব্বত আলীর মালিকানাধীন দোতলা বাড়ির নিচতলার একটি রুমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার একদিন পর ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু মরিয়ম।

ধামরাই ফায়ার সার্ভিস প্রাথমিক ভাবে জানিয়েছিলেন, বাসায় রান্না করার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে পুরো রুমে গ্যাস জমে থাকায় ভোরে রান্না করার সময় আগুন জ্বালালে বিস্ফোরণ ঘটে।

দগ্ধদের মধ্যে দুই নারীর শরীরের ৭০ ভাগ ও পুরুষের ৫০ ভাগ পুড়ে গিয়েছিল।

Print Friendly, PDF & Email

Related Posts