কাতারের সড়কে শেষ হলো সামিউলের পরিবারের সুখ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: চার ভাই, ছয় বোন। বেশ বড়সড় পরিবার সামিউলদের। কর্মঠ সামিউল পরিবারের সুখের আশায় পাড়ি জমান কাতার। চার বছরের মাথায় সামিউলের পরিবারের সেই সুখ শেষ হলো কাতারের সড়কেই।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের সিরাজুল ইসলামের তৃতীয় ছেলে সামিউল ইসলাম সাইমন (২২)। ১৩ জানুয়ারি ভোরে কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বুধবার (১৮ জানুয়ারি) মরদেহ দেশে এসে পৌঁছুলে বিকেলে জানাজা শেষে তার নিজ এলাকায় দাফন করা হয়।

সামিউলের বড় ভাই আব্দুর রফিক জানান, দেশে থাকাকালীন ইলেক্ট্রিকের কাজ করতেন সামিউল। চার বছর আগে পরিবারের হাল ধরতে পাড়ি জমান কাতারে। কিন্তু সেখানে যাওয়ার পর কাগজপত্রের জটিলতায় তাকে অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করতে হয়। ১৩ জানুয়ারি ভোরে কাতারের আল শামাল রোডে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দিলে সামিউল ইসলাম সাইমনসহ চার বাংলাদেশি নিহত হয়।

 

Print Friendly, PDF & Email

Related Posts