গাইবান্ধায় জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিডিমেট্রোনিউজ, গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক জুতা ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত দেবেশ চন্দ্র প্রামানিক (৬৮) মহিমাগঞ্জ ইউনিয়নের যোগেশ চন্দ্র প্রামানিকের ছেলে।এ ঘটনায় নেপেন চন্দ্র (৩৫) নামে সন্দেহভাজন একজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

ওসি জানান, প্রতিদিনের মতোই ভোরে মহিমাগঞ্জ বাজারে নিজের জুতার দোকানে খোলেন দেবেশ চন্দ্র। তখনও বাজারে তেমন লোকজন ছিল না। কিছুক্ষণ পর ৩/৪ জন এসে দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দেবেশের গলা ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওসি বলেন, “কারা কেন কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। খুনিদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নিহতের ছেলে দেবাশিষ চন্দ্র প্রামানিক বলছেন, স্থানীয় কয়েকজন মাদকাসক্ত যুবক সম্প্রতি তার বাবার দোকানে এসে চাঁদা দাবি করে। টাকা দিকে আপত্তি করায় কথা কাটাকাটিও হয়। এর জের ধরে দেবেশ চন্দ্রকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে বলে তার ছেলের ধারণা।

Print Friendly, PDF & Email

Related Posts