বর্ষীয়ান হিন্দু নেতা, প্রবীণ পার্লামেন্টারিয়ান সাবেক মন্ত্রী শ্রী ভবানী শংকর বিশ্বাসের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী তাঁর নিজ বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন মাঝিগাতী নামক গ্রামে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশ ভাগের পর এক অন্ধ কুসংস্কারাচ্ছন্ন বাঙ্গালির সামগ্রীক চেতনায় শ্রেণি সংগ্রামে ভবানী শংকর বিশ্বাস ছিলেন একজন বলিষ্ট প্রতিনিধি। তিনি হিন্দু সম্প্রদায়ের দেশ ত্যাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। তিনি হিন্দু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন পদ্ধতি এবং তফশিলীদের জন্য রির্জাভেশন ব্যবস্থা প্রবর্তনের পক্ষে আজীবন সোচ্চার ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯৫৪ সালে প্রথমবার এবং ১৯৬২ সালে দ্বিতীয়বার এমএলএ নির্বাচিত হন এবং ১৯৬২-৬৫ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের স্বাস্থ্য, শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সূত্র: অসিত রন্জন মজুমদার, প্রচার সচিব, ভবানী শংকর ফাউন্ডেশন।