কুমিল্লায় আর্তমানবতার সেবায় নেয়ামতউল্লাহ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুরে নেয়ামতউল্লাহ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

শনিবার (২৮ জানুয়ারি) বুড়িচং শিকারপুর পশ্চিমপাড়া নেয়ামত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বিল্লাল হোসেন।

মরহুম অ্যাডভোকেট নিয়ামত উল্লাহর সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার মেহেদী হাসান ইমনের সভাপতিত্বে সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং নেয়ামত উল্লাহ’র পুত্রবধূ সায়মা ইমন।

সভায় বক্তারা নেয়ামত উল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার জনহিতকর কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চেয়ারম্যান হাজী মো. বিল্লাল হোসেন বলেন, অ্যাডভোকেট নিয়ামত উল্লাহ তার কর্মময় জীবন এবং তার প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজসহ বিভিন্ন জনকল্যানমূলক কাজের মাধ্যমে মানুষের হদয়ে স্থান করে আছেন।

ইঞ্জিনিয়ার মেহেদী হাসান ইমন নেয়ামত ফাউন্ডেশনের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং এতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, কুমিল্লার প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট নিয়ামত উল্লাহ’র স্মরণে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন বহুবছর থেকেই শিকারপুর এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে।

রুমী/কে

Print Friendly, PDF & Email

Related Posts