রাষ্ট্রপতির কাছ থেকে দেশসেরা গোল্ড মেডেল পেলো টাঙ্গাইলের মহুয়া

টাঙ্গাইল প্রতিনিধি: মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছ থেকে লোক নৃত্যে দেশসেরা গোল্ড মেডেল পেয়েছে টাঙ্গাইলের মেয়ে ইসরাত বিনতে ইউসুফ মহুয়া।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘জাতীয় শিশু ও পুরস্কার প্রতিযোগিতা-২০২১ ও ২০২২’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি কাছ থেকে মহুয়া গোল্ড মেডেল গ্রহণ করেন। বাংলাদেশ শিশু একাডেমি আয়েজিত এ প্রতিযোগিতায় প্রায় সাড়ে ৬ লাখ শিশু অংশ নেয়। ৩০ টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রতিযোগিতার বিজয়ী ৪৭৪ জন শিশু পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ২০২২ সালের ৬ জন ও ২০২১ সালের ৬ জন মোট ১২ জন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করে।

ইসরাত বিনতে ইউসুফ মহুয়া টাঙ্গাইল শিশু একাডেমির চুড়ান্ত বর্ষের শিক্ষার্থী এবং জেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ইসরাত বিনতে ইউসুফ মহুয়া সৃজনশীল সাংস্কৃতিক গবেষক অধ্যাপক তরুণ ইউসুফ ও জেলা শিল্পকলা একাডেমি টাঙ্গাইলের নৃত্য বিভাগের প্রশিক্ষক মৌসুমি রহমান মিতা দম্পতির দ্বিতীয় মেয়ে।

আরিফ/টি

Print Friendly

Related Posts