মানিকগঞ্জ প্রতিনিধি: এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী’র ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টার দিকে এলজিইডি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন জেলা এলজিইডি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া, সহকারী প্রকৌশলী শাকিল রোখসাইন প্রমুখ।
এসময় মানিকগঞ্জ এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মো. মহিন হোসেন খান, সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. ইসলাম হোসেন, আমজাদ হোসাইন, সদর উপজেলা প্রকৌশল অফিসের হিসাবরক্ষক মো. মোজাফ্ফর হোসেন বিশ্বাসসহ অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
জেডএইচসি/মানিকগঞ্জ