শায়েস্তাগঞ্জে উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

সমাপনীতে বক্তব্য রাখছেন প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ৯০জন কৃষককে নিয়ে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন ধরণের ফলজ (আনারস, লেবু, ড্রাগনফ্রুট) উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (উপজেলা কৃষি বিষয়ক কমিটির সভাপতি) মোহাম্মদ গাজীউর রহমান ইমরান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর (জাইকা) নিশীথ বরণ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষকদের এগিয়ে নিতে প্রশিক্ষণ প্রদান করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও কৃষিউপকরণ প্রদান করছে। এতে কৃষিতে বিরাট অগ্রগতি হয়েছে।
ইউজিডিপি ও জাইকার সহযোগিতায় প্রশিক্ষণ বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শায়েস্তাগঞ্জ। উপজেলা পরিষদের আয়োজনে এ প্রশিক্ষণ পেয়ে উপকৃত হওয়ায় আয়োজকদের প্রতি কৃষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মামুন/এইচ

Print Friendly

Related Posts