শায়েস্তাগঞ্জ উপজেলায় ইলেকট্রিক ও হাউজওয়্যারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: দক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় বেকার যুবক-যুব মহিলাদের ইলেকট্রিক ও হাউজওয়্যারিং এর উপর ১০দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঞার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটির সভাপতি) মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।

বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা মোঃ আক্কাছ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মো. মামুন চৌধুরী প্রমুখ।

ইউজিডিপি ও জাইকার সহযোগিতায় প্রশিক্ষণ বাস্তবায়ন করে উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটি। উপজেলা পরিষদের আয়োজনে এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মামুন/এইচ

Print Friendly

Related Posts