ভোলায় পারিবারিক বিরোধের জেরে অপপ্রচার, তীব্র প্রতিবাদ

গত ২৮ জানুয়ারি (২০২৩) দৈনিক পিরোজপুর সংবাদ নামের পত্রিকায় প্রকাশিত ‌‘ভোলার মধ্য বাপ্তায় আবুল বাশারের অত্যাচারে অতিষ্ঠ পুরো বাড়ির মানুষ’ শিরোনামের সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। পারিবারিক বিরোধের জেরে একই বাড়ির প্রতিবেশি লোকজনের অপপ্রচার সংবাদ আকারে ছাপা হয়েছে।যার কোনো আইনি ভিত্তি নেই।যা ডিজিটাল অপরাধ তুল্য।কেবল ব্যাক্তিগত বিরোধ থেকে দূরের অন্য একটি জেলার পত্রিকায় এই পারিবারিক বিষোদগার করা হয়েছে।যে পত্রিকাটি এই জেলায় কেউই দেথতে পান না, অথচ সে পত্রিকায় প্রকাশ করে তার কাটিং উদ্দেশ্যমূলকভাবে কিছু স্থানে ছড়িয়ে সম্মানহানির চেষ্টা চালানো হয়েছে।জানিয়েছেন, একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত মোশারফ।তিনি একজন শান্ত ও ভদ্র মানুষ হিসেবে সমাজে পরিচিত।তারই বড় আবুল বাশারের বিরুদ্ধে এই বিষোদগার করা হয়।খবরে তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করা হয় যে, মোশারফ হামলা বা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে- এসব তথ্য সম্পূর্ন মিথ্যা।

মোশারফ প্রকাশিত এই সংবাদের তীব্র প্রতিবাদ জানান।

মোশারফ জানান, সংবাদের শিরোনামের ব্যক্তি আবুল বাশার একজন মানসিক অসুস্থ ব্যক্তি, যিনি সবসময় একা থাকতে পছন্দ করেন। যেখানে লোক সমাগম বেশি পারত পক্ষে সেখানে তিনি অবস্থানও করেন না, এক কথায় নিরিবিলিভাবে তিনি জীবন যাপন করেন।

খবরটিতে যাদের সাফাই তুলে ধরা হয়েছে, তারা একই বাড়ির লোক এবং স্বজন হয়েও উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ খবর প্রকাশ করিয়েছে।

স্থানীয় ব্যক্তিরা জানান, আবুল বাশার ও তার ভাই মোশারফ এলাকায় কখনও কারো সাথে ঝগড়া বিবাদে জড়ান নাই বা কারো সাথে কখনও দূর্ব্যাবহারও করেন নাই ।

মোশারফ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে মিথ্যা-বানোয়াট গল্প ফেঁদে এমন হীন উদ্দেশ্য সাধনের চেষ্টা চালালে তিনি ডিজিটাল আইনে পদক্ষেপ নিতে বাধ্য হবেন।বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

Related Posts