রাইয়ের খবর একদম ঠিক নয় : অভিষেক

বিডিমেট্রোনিউজ ডেস্ক আরাধ্যার পর কি এ বার দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন রাই সুন্দরী? বি-টাউনে তো গত কয়েক দিন ধরে এ নিয়ে জোর গুঞ্জন চলছিল।

 

সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে ঐশ্বর্যাকে দেখে এই গুজব শুরু হয় অনেকেই বলতে থাকেন, নায়িকার নাকি বেবি বাম্প দেখা গিয়েছে। আর এ নিয়েই মুম্বইয়ের এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন অভিষেক বচ্চনকে।

 

অভিষেক বললেন, ‘‘অলরাইট! গ্রেট! শুনে ভাল লাগছে। ওকে তো বলতেই হবে। আমিও শুনলাম, ঐশ্বর্যা প্রেগন্যান্ট কিনা তা নিয়ে একটা গুজব চলছে।’’ এর পর তিনি হাসতে হাসতে বলেন, ‘‘না, না। এই খবর একদম ঠিক নয়।’’

Print Friendly, PDF & Email

Related Posts