রমজানে ১০০ টাকায় খেজুর, পঞ্চাশে ছোলা বেচবে টিসিবি

আসন্ন রোজায় প্রতি কেজি ১০০ টাকায় খেজুর পাবেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ঢাকা শহর অঞ্চলের কার্ডধারীরা। এছাড়া সারা দেশে নির্ধারিত ১ কোটি কার্ডধারী ৫০ টাকা কেজিতে ছোলা কিনতে পারবেন।

বুধবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী ৯ মার্চ থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষদের জন্য পণ্য বিপণন শুরু হবে। ঢাকার তেজগাঁওয়ের তিব্বত মোড়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোজা উপলক্ষে সরকারি এই বিপণন সংস্থার বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রোজা উপলক্ষে দেশব্যাপী টিসিবির এক কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারী গ্রাহকের মধ্যে দুই পর্বে পণ্য বিপণন করবে টিসিবি।

প্রথম পর্বে ৬০ টাকায় এক কেজি চিনি, কেজি ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, লিটার ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, কেজি ৫০ টাকা দরে এক কেজি ছোলা বিক্রি হবে।

অর্থাৎ ফ্যামিলি কার্ডধারী একজন প্রথম পর্বে এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

ঢাকা মহানগরীর কার্ডধারীরা এর পাশাপাশি ১০০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন।

Print Friendly

Related Posts