গরম ডাল পড়ে দগ্ধ হলো শিশু

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধায় গরম ডাল শরীরে পড়ে আনিকা আক্তার নামে ১৬ মাস বয়সী এক শিশু দগ্ধ হয়েছে। এতে শিশুটির শরীরের দশ শতাংশের বেশি পুড়ে গেছে।

শুক্রবার (১০ মার্চ) রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের তিনমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শিশু আনিকা ওই এলাকার ফরহাদ মিয়ার মেয়ে।

স্বজনরা জানান, রাতের খাবারের জন্য ডাল রান্না করে ঘরে নিয়ে যাচ্ছিলেন শিশুটির মা। এসময় শিশুটি নিচ থেকে গরম ডালের বাটি ধরে টান দেয়। এতে বাটিসহ গরম ডাল শিশুটির শরীরে পড়ে বুকের উপরের বেশ কিছু অংশ পুড়ে যায়। পড়ে স্বজনরা শিশুটিকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার ভজন কুমার সাহা বলেন, ‘শিশুটির শরীরের ১০ শতাংশের বেশি পুড়ে গেছে। শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন। আমাদের এখানে আগুনে পোড়ার এক্সট্রা ট্রিটমেন্ট নেই। এজন্য শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

Print Friendly

Related Posts