ইফতেখার শাহীন, বরগুনা: বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার আয়োজনে বরগুনায় শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি পেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষকরা।
মঙ্গলবার সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে ৬ টি উপজেলা থেকে আগত প্রায় ৫ শতাধিক মাধ্যমিক শিক্ষক এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
জেলা শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি মোঃ বশির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লাকুরতলা সোনার বাংলা মমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র মিস্ত্রি, রোডপাড়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বুড়িরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভিন প্রমূখ।
সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে আকাশ-পাতাল বৈষম্য, এ কথা উল্লেখ করে বক্তারা তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন। যতদিনে তাদের এই দাবী মেনে না নেয়া হবে ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা করেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।