ঢাকা মোটর শো: হরেকরকম উপহার নিয়ে দেশি বাইকার্স ডটকম

ঢাকা মোটর শো’তে দেশি বাইকার্স ডটকমের প্যাভিলিয়নের সামনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

 

বাইকারদের জন্য হরেকরকম উপহার নিয়ে ঢাকা মোটর শো’য়ের ১৬তম আসরে হাজির হয়েছে দেশি বাইকার্স ডটকম।শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ঢাকা মোটর শো-২০২৩ এর প্রদর্শনীতে সরেজমিনে দেখা যায়, দেশি বাইকার্স ডটকমের প্যাভিলিয়ন বাইকারদের পদচারণায় মুখর।

প্রতিষ্ঠানটির ডিভিশনাল মেনটর রশিক ইরতেসাম বলেন, ‘আমরা বাইকারদের জন্যই কাজ করে থাকি। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমরা বাইক রিভিউসহ নানানভাবে বাইকারদের সহযোগিতা করে থাকি। আর সেই উদ্দেশ্যেই আমরা প্রতিবারের মতো এবারো বাইকারদের জন্য ঢাকা মোটর শো’তে উপস্থিত হয়েছি।’

প্রদর্শনীতে বাইকারের জন্য বিভিন্ন উপহার নিয়ে হাজির হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা বাইকারদের ১ হাজার ২০০টিও বেশি সৌজন্য উপহার সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। পাশাপাশি ১ হাজারেরও অধিক টি-শার্ট দেয়া হচ্ছে। এছাড়া আমাদের দেশি বাইকার্সের স্টিকারটি বেশ জনপ্রিয়, আমরা সেইও বাইকারদের দিচ্ছি।’

এসময় ৭ বিভাগে আউট রাইডার ইভেন্ট আয়োজনের কথা উল্লেখ করে রশিক ইরতেসাম বলেন, ‘ইতোমধ্যে রংপুর সিজন ১ এবং সিলেট সিজন ২ সফলভাবে সম্পন্ন হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে ঢাকা মোটর শো উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম। সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত তিন দিনব্যাপী ১৬তম ঢাকা মোটর শো-২০২৩ চলবে ১৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ ছাড়া ঢাকা মোটর শো চলাকালীন একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘৭ম ঢাকা বাইক শো-২০২৩’, ‘৬ষ্ঠ ঢাকা অটোপার্টস শো ২০২২’ এবং ‘৫ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৩’।

Print Friendly, PDF & Email

Related Posts