মানিকগঞ্জে কর্ণেল (অব:) এ মালেক ফাউন্ডেশনের ইসলামিক উপকরন বিতরন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সাবেক মন্ত্রী কর্ণেল (অব:) এ মালেক ফাউন্ডেশন পৌরসভার ৩৪ টি মসজিদে ইসলামিক উপকরন বিতরন করেছেন৷
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে  বাসস্ট্যান্ড জয়রা বায়তুল আমান জামে মসজিদে মানিকগঞ্জ স্বপ্ন ট্রান্সপোর্ট লিমিটেডের আয়োজনে প্রকল্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সানোয়ারুল হক। পরে পর্যায়ক্রমে ৩৪ টি মসজিদের প্রতিনিধিদের হাতে কায়দা, রেহেল সহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরন সম্পন্ন হয়েছে ।
এ সময় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, বায়তুল আমান জামে মসজিদের সদস্য সচিব মো: খবিরুল আলম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, দপ্তর সম্পাদক জুলফিকার হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস আহমদসহ অন্যান্যরা।
এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মানিকগঞ্জ  পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৩৪ টি মসজিদের প্রতিনিধির হাতে কায়দা, রেহেল সহ অন্যান্য ইসলামিক উপকরণ বিতরন করা হয়েছে। সাবেক মন্ত্রী কর্ণেল (অব:) এ মালেক  ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা প্রকল্প ২০২৩ এর উদ্যোগে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়। আগামীতে ফাউন্ডেশন আরো পজিটিভ কাজ বাস্তবায়ন করবে।
জেডএইচসি / মানিকগঞ্জ
Print Friendly

Related Posts