ইসলামে সকল বিত্তবানদের যাকাত দেয়া উচিত: তৌফিক ইলাহী চৌধুরী

মোকাম্মেল হক মিলন: ইসলামিক ফাউন্ডেশন ভোলার উদ্যোগে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী বলেছেন ইসলামে সকল বিত্তবানদের যাকাত দেয়া উচিত। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন এর সন্তুষ্টি অর্জনে নিজেরা এই রমজানে যাকাত গরীব দুঃস্থ অসহায়দের মাঝে যাকাত দিয়ে থাকবেন ।তিনি সরকারি যাকাত ফান্ডেও সেই যাকাতের অর্থ দেয়ার আহবান জানান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে ইসলামিক ফাউন্ডেশন যাকাত ফান্ড বিভাগ এর পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী।

গেষ্ট অফ অনার ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু।বিশৈষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তামিম আল ইয়ামিন, উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস,।

সেমিনারে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ভোলা উপ পরিচালক মোঃ মাকসুদুর রহমান, ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেন,উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি আমিনুল হক নোমানী, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মিঠু চৌধুরী,পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ছোটন,ইমাম মাওলানা ইয়াকুব আলী, ইফা ফিলড অফিসার মোঃ মাসুম বিল্লাহ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন মাস্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন সুপার ভাইজার মোঃ মনিরুল ইসলাম মনির।

জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী আরো বলেছেন সকল পর্যায়ের কর্মকর্তা ও বিত্তবান মানুষেরই সম্পদের হক আদায় করতে এগিয়ে আসতে হবে। সেই জন্য আমাদেরকে ও অগ্রনী ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান।

জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু সমাজের কল্যাণে বিত্তবানদের সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের জন্য অনুরোধ করেন। গরীব দুঃস্থ অসহায়দের মাঝে যাকাত প্রদানের মাধ্যমে সম্পদশালী আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর বিধান মেনে যাকাত ফান্ডে যাকাত প্রদান করবো ইনশাআল্লাহ।

Print Friendly

Related Posts