মেহেরপুর প্রতিনিধি: মুজিবনগরে ছেলের মৃত্যুর পরের দিন আত্মহত্যা করেছেন বসিরা খাতুন (৪০) নামে এক মা। স্বজনরা জানিয়েছেন, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বাড়ির পাশে একটি আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বসিরা খাতুন।
বসিরা খাতুন মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের রমজান আলীর স্ত্রী এবং ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী।
তবে ছেলেটি বিষ পান করে গত বুধবার বিষপানে আত্মহত্যা করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, পারিবারিক কলহের জেরে সপ্তাহ খানেক আগে তার ছেলে রাসেল (১৭) বিষপান করে। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় কোন উন্নতি না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাড়িতে ফেরত পাঠায় এবং বুধবার দুপুরের দিকে (২৯ মার্চ) বাড়িতে ফেরার পথে রাসেল মারা যায়। ঐদিন রাতেই মুজিবনগর উপজেলার ভবেরপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এদিকে ওই রাতে পরিবারের লোকজন যখন রাসেলের মৃত্যুর শোকে কাতর, সেই রাতের শেষের দিকে বাথরুমে যাওয়ার নাম করে বসিরা খাতুন ভবেরপাড়া গ্রামের সাবেক মেম্বার বগা মোল্লার পুকুরের পাশের একটি আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তার এ আত্মহত্যায় পরিবার ও আত্মীয়-স্বজনদের শোকের মাতম বাড়িয়ে দিয়েছে।
ওসি মেহেদী রাসেল আরো বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।