মো. কামাল উদ্দিন ॥ গত শুক্রবার বিকালে অঙ্গীকার এর কার্যালয়ে (সৈয়দপুর বাজার), সিরাজদিখান, মুন্সীগঞ্জ-এ এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অঙ্গীকার এর সভাপতি মোঃ মামুন হোসেন।
সংগঠনের সাধারন সম্পাদক মোঃ শাহনেওয়াজ শান্ত এর উপস্থাপনা ও সঞ্চালনে সভায় সদস্যরা বকেয়া চাঁদা প্রদানসহ নতুন সদস্য ফরম পূরন অন্যান্য কার্যাদি নিয়ে সর্বপ্রথম আলোচনা সম্পন্ন করেন।
দ্বিতীয় আলোচ্য সূচীর আলোচনায় কার্যকরী কমিটি গঠন (২০১৬-২০১৮ইং) সংক্রান্ত ব্যাপক আলাপ-আলোচনা করা হয় এবং এতে সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে হেদায়াতুল ইসলাম আলমগীরকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।
এ ছাড়া সাধারন সম্পাদক পদে মুহাম্মদ শাহনেওয়াজ শান্ত, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আমিনুল হক রনি, অর্থ সম্পাদক পদে এস কে বাড়ৈ, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মোঃ হান্নান শেখ, সমাজ কল্যান সম্পাদক পদে মোঃ আওলাদ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোঃ বাসার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুভাস অধিকারী, দফতর সম্পাদক পদে ইলিয়াছ উদ্দিন, প্রচার সম্পাদক পদে ফরহাদ হোসেন বুলেট কন্ঠভোটে নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে সাইফুল ইসলাম সরদার, মোঃ আবুবকর সিদ্দিক, সহ-সাধারন সম্পাদক পদে মোঃ গোলাম মাওলা রিপন ও মোঃ জমিরুল হক কিশোর, সহ-সাংগঠনিক পদে মোঃ আসলাম রেজা, সহ-অর্থ সম্পাদক পদে মোঃ শামিম হোসেন, সহ-শিক্ষা সম্পাদক পদে মোঃ মশিউর রহমান রাসেল, সহ-স্বাস্থ্য বিষয়ক পদে ইমন আহসান, সহ-সমাজ কল্যান বিষয়ক পদে মোঃ আজিজুল, সহ-ক্রীড়া বিষয়ক পদে রাকিবুল হাসান বাবু, সহ-দফতর সম্পাদক পদে সাদ্দাম হোসেন, সহ-প্রচার পদে তুষার নির্বাচিত হন।
অ্ঙ্গীকার এর সাবেক সভাপতি মামুন হোসেন দায়িত্ব পালন কালে ৩ বছরের কর্মসূচীগুলো সফলতা ও ব্যর্থতা সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন। এছাড়াও সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক হান্নান শেখ গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন এবং নবনির্বাচিত সভাপতি হেদায়াতুল ইসলাম আলমগীর সকল সদস্য ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ‘আমরা মানুষের জন্য’ স্লোগান নিয়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অংঙ্গীকারবদ্ধ হয়ে এ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বিক্রমপুর রাজানগর-সৈয়দপুর-এ ১৬ই ডিসেম্বর-২০১২ইং এর জন্মলাভ করে এবং তাদের সমাজ সেবামূলক নানা কর্মকান্ড স্থানীয় গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায় স্থান করে নিতে সক্ষম হয়েছে।
দরিদ্রদের মাঝে চাউল, চিনি, সেমাই, তৈল বিতরন, শিক্ষা-বৃত্তি, মেধাবীদের মাঝে কম্পিউটার প্রদান, শিক্ষকদের মাঝে সম্মাননা এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরনসহ বিভিন্ন কর্মসূচী ইতিমধ্যে পালন করে আসছেন।