ভারতে এক দিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা সরাসরি যোগ্যতা অর্জন করতে পারবে কি না তা নির্ভর করছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড এক দিনের সিরিজ়ের উপর। কিন্তু সিরিজ়ের প্রথম ম্যাচই বৃষ্টির কারণে ভেস্তে গেল। সেই কারণে দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল। অন্য দিকে আয়ারল্যান্ডকে যোগ্যতা অর্জনের জন্য যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে।
বৃষ্টির জেরে ভেস্তে গেল বাংলাদেশের এক দিনের ম্যাচ। তার ফলে ভারতে এক দিনের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেলল এক দেশ। ছিটকে গেল আর এক দেশ।
বিশ্বকাপের সুপার লিগে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৯৮। আয়ারল্যান্ডের পয়েন্ট ছিল ৬৮। তারা বাংলাদেশকে ৩-০ ফলে হারালে তাদেরও পয়েন্ট হত ৯৮। তখন নেট রানরেটে আয়ারল্যান্ডের সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনা বেশি থাকত। কিন্তু খেলা ভেস্তে যাওয়ায় দু’দলই ৫ পয়েন্ট করে পেল। অর্থাৎ, বাকি দু’টি ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৯৩ পয়েন্ট হবে তাদের। কোনও ভাবেই দক্ষিণ আফ্রিকাকে ছুঁতে পারবে না আয়ারল্যান্ড।
বিশ্বকাপের সুপার লিগে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৯৮। আয়ারল্যান্ডের পয়েন্ট ছিল ৬৮। তারা বাংলাদেশকে ৩-০ ফলে হারালে তাদেরও পয়েন্ট হত ৯৮। তখন নেট রানরেটে আয়ারল্যান্ডের সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনা বেশি থাকত। কিন্তু খেলা ভেস্তে যাওয়ায় দু’দলই ৫ পয়েন্ট করে পেল। অর্থাৎ, বাকি দু’টি ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৯৩ পয়েন্ট হবে তাদের। কোনও ভাবেই দক্ষিণ আফ্রিকাকে ছুঁতে পারবে না আয়ারল্যান্ড।
আনন্দবাজার অনলাইন