ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

মোকাম্মেল হক মিলন, ভোলা: ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকেরহাট মডেল মসজিদ মিলনায়তনে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক চৌধুরী হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন আপনারা প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মক্কা-মদিনায় গিয়ে আমাদের জন্য দোয়া করবেন ও দেশের জন্য শান্তি সমৃদ্ধি কামনা করবেন। আল্লাহর নির্দেশিত পথ গুলো অনুসরণ করে চলার জন্য আপনাদের সুস্থতা কামনা করছি।

ইসলামিক ফাউন্ডেশন ভোলার উপ পরিচালক এম মাকসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আরো বলেন, ইসলাম প্রচারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব জেলায় একটি করে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে সকল মুসলমানদের কাছে প্রশংসা অর্জন করেছেন। আমরা তার জন্য দোয়া করব যেন তিনি ইসলামিক মূল্যবোধ ও চেতনা সমুন্নত রাখতে পারেন। আপনারা সত্যি ভাগ্যবান নিজ জেলায় বসে হজ পালন করতে যাওয়ার প্রশিক্ষণ নিতে পারছেন। আমরা আশা করি, আপনারা সেখানে আল্লাহর দরবারে আমাদের জন্য দেশের জন্য বেশি বেশি করে সমৃদ্ধি কামনা করে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলের প্রতি রহমত বর্ষণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, আলহাজ্ব হাফেজ মাওলানা মাসউদুর রহমান।

চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন সিভিল সার্জন অফিসের ডাক্তার মোঃ শাকিলুর রহমান, ইমাম সমিতির সভাপতি মীর বেলায়েত হোসেন ও ইসলামিক ফাউন্ডেশন ভোলার মাস্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন কাশমী।

অনুষ্ঠান উপস্থাপনা করেন ফিল্ড অফিসার মোঃ মনিরুল ইসলাম এবং সার্বিক দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার মাসুম বিল্লাহ সহ অন্যান্যরা।

Print Friendly, PDF & Email

Related Posts