পদ্মা সেতুতে ৭০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক স্পর্শ

৭০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলকে পদ্মা সেতু এবার ৭০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক স্পর্শ করেছে পদ্মা সেতু। অন্যান্য যানবাহনের পাশাপাশি এবার ঈদুল ফিতরে গত ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় বেড়েছে টোল আদায়ের পরিমাণ।

গত বছরের ২৫ জুন উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে সেতুতে শুরু হয় যানবাহন চলাচল এতে শুক্রবার (১২ মে) সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

সর্বমোট ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুতে এই টোল আদায় হওয়ার তথ্য নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, শিগগিরই সেতুতে স্বয়ংক্রিয় আধুনিক পদ্ধতিতে শুরু করা হবে টোল আদায়, যা ভিন্নমাত্রা যোগ করবে দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থায়।

এছাড়াও এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। আর একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে প্রায় ৫০ হাজারেরও বেশি।

 

Print Friendly, PDF & Email

Related Posts