বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলা গানের শৈলী একাধিক ঘরানার। নজরুল গীতি ও রবীন্দ্রসঙ্গীত বরাবর বাংলা গানকে সমৃদ্ধ করেছে। রবীন্দনাথের গানকে রবীন্দ্রসঙ্গীত আর নজরুলের গানকে নজরুলগীতি নামে সংজ্ঞায়িত করা হয়। এই দুই ধরণের বিশেষ সঙ্গীত বাংলা সংস্কৃতির ঐতিহ্য।
সারেগামা সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সর্ববৃহৎ সঙ্গীত রেকর্ডিং প্রতিষ্ঠান। তাদের সংগ্রহে থাকা মোট ১৬০০০+ সংখ্যক রবীন্দ্রসংগীত ও নজরুল গীতি থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ৭৮৬৪টি রবীন্দ্রসংগীত ও ১৬১২টি নজরুল গীতি তারা ডিজিটালাইজ করেন। যা MP3 ও WAV ফরম্যাটে অনেকেই ডাউনলোড করে থাকেন।
যারা রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি শুনতে ভালোবাসেন এই কাজ তাদের চমকিত করবে।
সারেগামা ইন্ডিয়া লিমিটেড এনএসই এবং বিএসই-এর তালিকাভুক্ত। সারেগামা ইন্ডিয়া লিমিটেড ভারতের সর্ববৃহৎ এবং সবচেয়ে সুপরিচিত সঙ্গীত রেকর্ডিং কোম্পানি। ভারতের যাবতীয় মিউজিকের ৫০ শতাংশ রেকর্ডিং হয় সারেগামায়।
সারেগামা এখন বিনোদনের অন্যান্য শাখার মধ্যে প্রসারিত হয়েছে। প্রকাশনা, টেলিভিশন সফটওয়্যার ইত্যাদির সঙ্গেও তারা যুক্ত। তাদের স্টুডিও আছে কলকাতার দমদমে।