বিডিমেট্রোনিউজ, সাতক্ষীরা ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাতক্ষীরার কৃতি সন্তান কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান।
ঢাকা থেকে নভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৭ টা ১৮ মিনিটে যশোর বিমানবন্দরে এসে পৌঁছান আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড় মুস্তাফিজ।
এসময় বিমান বন্দরের অপেক্ষমান ছিলেন মুস্তাফিজুরের বাবা অবুল কাশেম গাজী, খালু আনিসুর রহমান, বড় ভাই মাহফুজুর রহমান মিঠুসহ তার বন্ধুরা।
বাবাকে কিনে দেয়া নতুন গাড়ি নিয়ে মুস্তাফিজকে আনার জন্য বিকালে তারা কালিগঞ্জের তেতুঁলিয়া গ্রাম থেকে যশোর বিমানবন্দরে যান। বিমান বন্দরে পৌঁছানোর পর খালু আনিসুর রহমান মুস্তাফিজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে সেখানে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে রওনা দেন সাতক্ষীরার উদ্দেশ্যে।
রাত পৌনে ১০ টার দিকে তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় খালু ব্যবসায়ী আনিসুর রহমানের বাড়িতে যান। এসময় তাকে একনজর দেখার জন্য কামালনগর এলাকায় জড়ো হয় মুস্তাফিজ ভক্তরা। সেখানে খালুর পরিবারের সদস্যদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর রওনা দেন কালিগঞ্জের তেতুঁলিয়ার উদ্দেশ্যে।